1. info@www.schoolnews.com.bd : স্কুল নিউজ :
বুধবার, ২১ মে ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নেকাব পরে আসায় শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ স্কুল মাঠে ধান মাড়াই, বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মা-র-ধ-র দশম গ্রেড পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, সহকারী শিক্ষক ১২তম আবু সাঈদ হত্যায় সংশ্লিষ্ট ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল এবার সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আট দাবি নিয়ে যা জানালো মন্ত্রণালয় আন্দোলনে ছাত্রলীগের সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা গুজব তারাই ছড়ায়, যাদের কোনো সামর্থ্য নেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের সংশোধিত গেজেট প্রকাশ

এবার দাখিলের বাংলা প্রথমপত্র-উচ্চতর গণিত পরীক্ষা পেছালো

স্কুল নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে গোলমেলে অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দফায় দফায় পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এরই মধ্যে এসএসসি পরীক্ষার সূচি দুই দফা পরিবর্তন করা হয়েছে। এবার দাখিল পরীক্ষার সূচিও দ্বিতীয়বারের মতো সংশোধন করলো বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বুধবার (২৬ মার্চ) মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে ‘সর্বশেষ সংশোধিত’ দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বোর্ড। তাছাড়া ব্যবহারিক পরীক্ষার সূচিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
সময়সূচি বিশ্লেষণে দেখা যায়, আগের রুটিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০ এপ্রিল, রোববার। সংশোধিত রুটিনে তা পরিবর্তন করে ২১ এপ্রিল, সোমবার করা হয়েছে।

আর উচ্চতর গণিত পরীক্ষা আগের রুটিন অনুযায়ী ১২ মে, সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটিতেও পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সংশোধিত রুটিন অনুযায়ী—দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে, বৃহস্পতিবার।

এদিকে, আগের রুটিন অনুযায়ী—দাখিলের ব্যবহারিক পরীক্ষা শুরুর কথা ছিল ১৪ মে, যা ১৮ মে তারিখের মধ্যে শেষ করার নির্দেশনা ছিল। তবে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী—১৬ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত।

সর্বশেষ প্রকাশিত রুটিন অনুযায়ী—চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এ বছর সারাদেশ থেকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯৫ হাজার ৭২৬ জন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে অর্ধলাখেরও বেশি।

মাদরাসা বোর্ড সূত্র জানায়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৫৩ হাজার ৪১৩ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্কুল নিউজ, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট