আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-বোনাসের অর্থ ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ মার্চ) তারা ব্যাংক থেকে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন। ঈদের আগে চলতি মাসের বেতন ও ভাতা পেয়ে মাদরাসা শিক্ষক-কর্মচারীরা মহাখুশি।
মাদরাসা অধিদপ্তর এখনো মাদরাসা শিক্ষকদের অ্যানালগ পদ্ধতিতে বেতন-ভাতা ছাড় করছে। ফলে তারা ফেব্রুয়ারি মাসের বেতন অনেক আগেই পরিশোধ করেছে। এখন সরকারের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৫ মার্চ) চলতি মার্চ মাসের বেতনও ছাড় করেছে। ফলে মাদরাসা শিক্ষকরা ২৭ মার্চ শেষ কর্মদিবসে ব্যাংক থেকে বেতন-ভাতার টাকা তুলতে পারছেন।